Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামোঃ কলাপাড়া উপজেলার একটি সংগঠনিক কাঠামো আছে, এর প্রধান উপজেলা নির্বাহী অফিসার, তার তদারকিতে চলে উপজেলা প্রশাসনের সকল দপ্তর, তার সাংগঠনিক ক্ষমতা বলে উপজেলা প্রশাসন সু-শৃংখলভাবে পরিচালিত হয়। উপজেলায় একজন অফিস সুপার থাকে, তিনি উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন।

 

০১. উপজেলা নির্বাহী অফিসার।

০২.অফিস সুপার।

০৩. সিএ-কাম ইউডি।

০৪. অফিস সহকারী।

০৫. সার্টিফিকেট সহকারী।

০৬. গাড়ি চালক।

০৭. দপ্তরি।

০৮. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর।

০৯. প্রসেস সার্ভেয়ার।

১০. এমএলএসএস।

১১. নৈশ প্রহরী।

১২. ঝাড়ুদার।