Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কলাপাড়া উপজেলা পরিষদ ছাত্রবৃত্তি বিজ্ঞপ্তি
Details

উপজেলা পরিষদ কার্যালয়, কলাপাড়া

 

উপজেলা পরিষদ ছাত্রবৃত্তি বিজ্ঞপ্তি

 

 

 

পটুয়াখালীধীন কলাপাড়া উপজেলাপরিষদের ২০১৪-২০১৫ অর্খ বছরের নিজস্ব তহবিল হতে কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  /সমপর্যায়ে এবং স্নাতক/স্নাতক(সম্মান)/সমপর্যায়ে অধ্যয়নরত কলাপাড়া উপজেলার স্থায়ী অধিবাসী মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মধ্য হতে এককালীন ছাত্রবৃত্তি বাবদ অনুদান প্রদানের জন্য নিম্নবর্ণিত শর্তে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা হচ্ছে।আবেদনকারীকে ২০১৪ সালে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের জিপিএ ৫.০০ পেতে হবে।মৃক্তিযোদ্দার সন্তান ও প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যুনতম ৪.৫০ থাকতে হবে।মেধার সাথে আর্থিক অসচ্ছলতাকে প্রধান্য দেয়া হবে।

নিম্নস্বাক্ষরকারী বরাবরে নির্ধারিত আবেদন ফরমে (উপজেলা পরিষদ কার্যালয়, কলাপাড়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ,কলাপাড়া হতে সংগ্রহ পূর্বক) আবেদনকারী কর্তৃক আবেদনপত্র আগামী ১৪/৬/২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে জমা দিতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি এবং অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের এক কপি ফটো এবং সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত কলাপাড়া উপজেলার স্থায়ী অধিবাসী সনদপত্র/প্রত্যয়ন আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।

অনিয়মিত ছাত্র/ছাত্রীদের আবদন গ্রহনযোগ্য হবে না।বাজেট সংকুলান সাপেক্ষে মেধাবৃত্তির সংখ্যা নির্ধারন করা হবে।অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপ্রত সরাসরি বাতিল বলে বিবেচিত হবে।কোন ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করা হলে বৃত্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।কোন কারণ দর্শানো ব্যতিরেকে আবদন প্রত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

চেয়ারম্যান,

উপজেলা পরিষদ

কলাপাড়া,পটুয়াখালী।

 

স্মারক নং                                                                     তারিখ :

 

অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থেঃ-

 

০১। জেলা প্রশাসক, পটুয়াখালী।

০২।উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া।

০৫।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কলাপাড়া।তাকে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করার জন্যে অনুরোধ জানানো

    হলো।

০৪। উপজেলা একাডেমিক সুপারভাইজার, কলাপাড়া।

০৬।অধ্যক্ষ, ……………………………………, কলেজ, কলাপাড়া।

০৭।প্রধান শিক্ষক…………………………………, কলাপাড়া।

০৮।মেয়র, কলাপাড়া পৌরসভা, কলাপাড়া।

০৯।চেয়ারম্যান……………………………………………………………………..ইউনিয়ন পরিষদ,কলাপাড়া।

 

    

চেয়ারম্যান,

উপজেলা পরিষদ,

কলাপাড়া, পটুয়াখালী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Images
Attachments