সাংগঠনিক কাঠামোঃ কলাপাড়া উপজেলার একটি সংগঠনিক কাঠামো আছে, এর প্রধান উপজেলা নির্বাহী অফিসার, তার তদারকিতে চলে উপজেলা প্রশাসনের সকল দপ্তর, তার সাংগঠনিক ক্ষমতা বলে উপজেলা প্রশাসন সু-শৃংখলভাবে পরিচালিত হয়। উপজেলায় একজন অফিস সুপার থাকে, তিনি উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন।
০১. উপজেলা নির্বাহী অফিসার।
০২.অফিস সুপার।
০৩. সিএ-কাম ইউডি।
০৪. অফিস সহকারী।
০৫. সার্টিফিকেট সহকারী।
০৬. গাড়ি চালক।
০৭. দপ্তরি।
০৮. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর।
০৯. প্রসেস সার্ভেয়ার।
১০. এমএলএসএস।
১১. নৈশ প্রহরী।
১২. ঝাড়ুদার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS