১১ নভেম্বরে ঢাকায় ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন।দেশব্যাপী ডিজিটাল সেন্টার স্থাপনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত হবে 'ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪'। ১১ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় এ সম্মেলনে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ১১ হাজারেরও বেশি উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের দূত, কূটনীতিক ও ডিজিটাল সেন্টারের অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। এটুআই জানিয়েছে, দেশব্যাপী স্থাপিত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে এটি এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন।দেশের সব ইউনিয়ন, পৌরসভা এবং নগর তথ্য ও সেবাকেন্দ্রগুলোকে এখন 'ডিজিটাল সেন্টার' নাম দেওয়া হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS