পটুয়াখালী জেলা নদ-নদী আকীর্ণ হওয়ায় সর্বত্র যাতায়াতের জন্য অতীতে নৌকা ও লঞ্চই বেশি ব্যবহৃত হতো। বর্তমানে কলাপাড়ার সঙ্গে পটুয়াখালী সহ মির্জাগঞ্জ, বাউফল, গলাচিপা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিদ্যমান । উল্লেখ্য, কলাপাড়া উপজেলাটি ঢাকা-কুয়াকাটা হাইওয়ের পাশে অবস্থিত ।
ঢাকা-পটুয়াখালী যাতায়াতের জন্য লঞ্চে ভ্রমণই সবচেয়ে আরামদায়ক ও তুলনামূলকভাবে বেশি নিরাপদ। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিরাতে বেশ কয়েকটি লঞ্চ পটুয়াখালী উদ্দেশ্যে রওনা হয়। পাশাপাশি সড়কপথেও পৌঁছানো যায় পটুয়াখালী। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সারাদিনই ঘণ্টায় ঘণ্টায় সাকুরা পরিবহনসহ অন্যান্য পরিবহনের বাস ছাড়ে পটুয়াখালী উদ্দেশ্যে। অধিকাংশ বাসই যায় পাটুরিয়া ঘাট পার হয়ে, তবে কিছু বাস মাওয়া ঘাট হয়েও পটুয়াখালী পৌঁছায়। এক্সপ্রেস বাস সার্ভিসের প্রায় সবকটিই ফেরি-পারাপার।
লঞ্চ যোগে পটুয়াখালী নেমে বাস বা মাইক্রোবাস যোগে কলাপাড়া আসা যায় । সড়কপথে আসতে হলে উল্লেখিত পরিবহনে এসে কলাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে ।
এছাড়া ঢাকার গুলিস্থান বা যাত্রাবাড়ী থেকে বি আর টি সি সহ অন্যান্য পরিবহনে মাওয়া এসে ফেরী,লঞ্চ বা স্পীড বোট যোগে নদী পার হয়ে কাওড়াকান্দি থেকে বি আর টি সি সহ অন্যান্য পরিবহনে কলাপাড়া আসা যায় ।
অসি সম্প্রতি ঢাকা-কলাপাড়া রুটে সাকুরা পরিবহন ও বি আর টি সি’র এ সি সার্ভিস চালু হয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS