Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি
 

১৯০৬ সালে কলাপাড়া থানা গঠিত এবং থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় পৌরসভা ০২ টি, ইউনিয়ন ১২টি, মৌজা ৫৭টি, গ্রাম ২৩৯টি।কলাপাড়া উপজেলার আয়তন ৪৯২.১০২ বর্গ কিঃমিঃ। ঊত্তরে আমতলী উপজেলা, পূর্বে রাবনাবাদ চ্যানেল ও গলাচিপা উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে আমতলী উপজেলা । উপজেলাটি নিম্নভূমি অঞ্চল এবং মৃত্তিকা লবনাক্ত। উপজেলা শহর ৩টি মৌজা নিয়ে গঠিত। আয়তন ৩.৭৮ বর্গ কিঃমিঃ জনসংখ্যা ১৯,৮৭২; পুরুষ ৫৩.৬১%, মহিলা ৪৬.৩৯%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ১০২০ জন। শিক্ষার হার ৫২-০৫%। ডাকবাংলো ২টি।